তুমি আমার কিংবদন্তি
তাইজুল ইসলাম অপূর্ব
ওহ, আমি তোমার সম্পর্কে সব শুনেছিলাম,
এবং ওই সব কথাই আমি তাদের বলেছি।
তুমি যে আমার প্রিয়তমা,
তুমি যে কিংবদন্তি, আমার হৃদয়ের।
এবং আমি চোখ বন্ধ করে,
তোমাকে দেখি,
যেন তুমি আমার জীবনে
চিরকাল প্রেমের আলো।
Poem Name: Tumi amar kingbodonti
কবিতার নাম: তুমি আমার কিংবদন্তি
Writer Name: Tajul Islam Apurbo
লেখকের নাম: তাইজুল ইসলাম অপূর্ব
Album: Letters to Mansura
